আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকদিন আগে ভারতের ঝাড়খণ্ডের জেলা এবং অতিরিক্ত দায়রা আদালতের বিচারক উত্তম আনন্দকে হত্যার সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ প্রথমে বিষয়টিকে নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে ধরে নিয়েছিলো। কিন্তু সিসিটিভি ফুটেজে বেড়িয়ে এলো একটি পরিকল্পিত হত্যার ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ইচ্ছা করে গাড়িচাপা দিয়ে বিচারককে হত্যার দৃশ্য।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে ধানবাদে বাড়ির কাছের রাস্তায় জগিং করছিলেন বিচারক উত্তম। এ সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে আনন্দের বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। পুলিশ হাসপাতালে আনন্দের লাশের খোঁজ পায়। আনন্দের হত্যাকাণ্ডের সাথে তার বিচারাধীন কোনো মামলার সংশ্লিষ্টতা আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
সাননিউজ/এএসএম