আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ওকারা শহরে একটি ছাগলকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জড়িত সন্দেহে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরের সাতঘরা এলাকায় ছাগলটিকে ধর্ষণ এবং হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা। আজহার হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার পোষা ছাগলটিকে কয়েকজন মিলে যৌন নিপীড়ন ও নির্যাতন চালিয়ে হত্যা করে।
ছাগলটির মৃতদেহ উদ্ধার করে পশু হাসপাতালে পাঠানো হলে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযানে অব্যহত রয়েছে।
খবরে বলা হয়েছে, ছাগলটি তার ঘরের সামনে বাঁধা ছিল। অভিযুক্তরা ফাঁকা স্থানে নিয়ে ছাগলটিকে ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের কাছে তিন জনের নামে অভিযুক্ত করেন মালিক। বাকিরা অজ্ঞাতনামা।
পাকিস্তানের দণ্ডবিধির ৪২৯ ও ৩৭৭ ধারায় মামলা হয়েছে। ৪২৯ ধারা অনুযায়ী কোনো প্রাণীকে হত্যা, আহত কিংবা বিকলাঙ্গ করা হলে দশ হাজার টাকা জরিমানা কিংবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী, কেউ যদি কোনও পুরুষ, মহিলা কিংবা প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
সাননিউজ/এমএইচ