ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনে আবারো করোনার সংক্রমণ দেখা দিয়েছে। সোমবার (১১ মে) দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে ১৭ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্র উহান শহরে ৫ জন সংক্রমিত হয়েছেন।
বিবিসি অনলাইন জানায়, চীনে এ নিয়ে দ্বিতীয় দফায় করোনার নতুন সংক্রমণ দুই অঙ্কের ঘরে পৌঁছাল। এছাড়া, চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলান শহরেও করোনার সংক্রমণ ঘটেছে।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৪২ লাখ মানুষ। ভয়াল ভাইরাসে প্রাণ গেছে প্রায় ২ লাখ ৮৪ হাজার মানুষের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৫ লাখ মানুষ।