আন্তর্জাতিক ডেস্ক : আলাস্কায় ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৮.২।
পেরিভিলে শহর থেকে ৫৮ মাইল (৯১) কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এরপরেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ১৯৬৪ সালের মার্চে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আলাস্কায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ২। সে সময় শক্তিশালী ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির আঘাতে আড়াই শতাধিক মানুষ প্রাণ হারায়।
সান নিউজ/ এমএইচআর