আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে সিডনিতে। বৃহস্পতিবার (২৯ জুলাই) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। মহামারি শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
সিডনিতে এখন পর্যন্ত দুই হাজার ৮০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৮২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ১৩ জন।
অধিক সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডনিতে চলমান লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
সান নিউজ/ এমএইচআর