আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে পাল্লা দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মজুত বৃদ্ধি ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা বাড়াচ্ছে চীন।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। তবে এমন বিশ্লেষণে কোনোরকম প্রতিক্রিয়া জানায় নি বেইজিং।
ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) সোমবার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াংয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের একটি ক্ষেত্র তৈরি করা হচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা।
আমেরিকান বিজ্ঞানীরা বলছেন, নতুন ক্ষেত্রটি একসঙ্গে প্রায় ১১০টি ‘সিলো’ র ধারণক্ষমতাসম্পন্ন। গত মাসে গানসু প্রদেশের ইউমেনের একটি বিস্তীর্ণ মরু এলাকায় ১২০টি সিলো চিহ্নিতের খবরে প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
সান নিউজ/ এমএইচআর