আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ আরো ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিডনি কর্তৃপক্ষ।
এই বিধিনিষেধ কার্যকর থাকবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের হার শূন্যের কাছাকাছি না আসা পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে করোনা সংক্রমণের হার কমার কারণে আজ বুধবার (২৮ জুলাই) থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে।
করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই প্রশংসা পায় অস্ট্রেলিয়া। কিন্তু দেশটির জনসংখ্যার একটি বিশাল অংশ এখনো ভ্যাকসিনের আওতার বাইরে থাকায় বড় শহরগুলোতে লকডাউন দিতে হচ্ছে।
এরমধ্যে গত শনিবার সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে তারা লকডাউন-বিরোধী স্লোগান দেন।
প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্কও ছুঁড়ে ফেলেন। তাদের অভিযোগ, করোনা মহামারিতে কাজ হারিয়েছেন অনেকে। লকডাউনের সময় তারা কোনো কাজ করতে পারছেন না। সরকার যে অনুদান দিচ্ছে তা তাদের জন্য যথেষ্ট নয়। লকডাউনের মধ্যে ঘরবন্দি থাকার কারণে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।
সান নিউজ/ এমএইচআর