আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিকদের কোদালের কোপে বেরিয়ে এলো বিশাল এক পাথর খণ্ড। যা কোনো সাধারণ পাথর নয়। এটি মূল্যবান নীলার এক বিশাল খণ্ড। বিশ্বে এর আগে এত বড় নীলার সন্ধান মেলেনি। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রত্নপুরা এলাকায়।
কূপ খননের সময় মাটি খুঁড়ে সন্ধান পাওয়া নীলার খণ্ডটি ২৫ লাখ ক্যারেটের। কেজির হিসাবে যার ওজন প্রায় ৫১০ কিলোগ্রাম।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ফ্যাকাশে নীল রঙের এ রত্নের দাম ১০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৮৫০ কোটি টাকার বেশি।
নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির মালিকের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি জানান, রত্নখণ্ডটির উপরিভাগ থেকে কাদা ও ময়লা পরিষ্কার করতে এক বছর লেগে যেতে পারে। এরপরই মূল্যবান রত্নটির স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে।
সান নিউজ/ এমএইচআর