আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার (২৭ জুলাই) দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মমতা এই প্রস্তাব জানান।
মমতা বলেছেন, ‘অনেকদিন ধরেই বিষয়টি কেন্দ্রের কাছে পড়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভেবে দেখবেন।’
বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আরো টিকা চেয়েছেন জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ জনবহুল রাজ্য। আর তাই জনসংখ্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গকে টিকা দেওয়া উচিত। জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত টিকা পাচ্ছে না রাজ্য।’
বুধবার মমতার বৈঠক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। বিরোধী ঐক্যের নিরিখে এই বৈঠক গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের পর দুই নেত্রীর মধ্যে এটাই হবে প্রথম সাক্ষাৎকার। রাজনীতি নিয়ে তিনি কথা বলবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও।
সান নিউজ/ এমএইচআর