আন্তর্জাতিক ডেস্ক: চারদিকে শুধু ধুলো। বলা য়ায় পুরো শহর যেন মেঘের মতো ঢেকে রেখেছে ধুলোর দেওয়াল। সম্প্রতি এমন চিত্র ফুঠে উঠেছে চীনের একটি শহরে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ধুলোর দেওয়ালের এই দৃশ্য অবাক করছে নেটাগরিকদেরও।
চীনের উত্তর-পশ্চিম প্রান্তের ছোট শহর ডুনহুয়াং।
রোববার (২৫ জুলাই) স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩ টা নাগাদ বিশালাকার ধুলোর আস্তরণে ঢেকে যেতে শুরু করে শহর। শহরের সর্বত্র জুড়ে ছিল ওই ধুলোর মেঘ। যার গড় উচ্চতা ৩০০ ফুটেরও বেশি ছিল।
ধুলোর মেঘের জেরে দৃশ্যমানতা কমে যেতে থাকে। ২০ ফুট দুরে থাকা জিনিসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ওই ধুলোর ঝড় শেষ না হওয়া পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
গোবি মরুভূমির কাছেই অবস্থিত চীনের ওই শহর। ওই মরুভূমির ধুলোর ঝড়েই চিনা শহরের অবস্থা এ রকম করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাননিউজ/এএসএম