আন্তর্জাতিক ডেস্ক : সফলতার সাথে ইসরায়েলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে।
রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়ার প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত রোববার এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইসরায়েলের দুটি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয়। তবে তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুটিকে মধ্য আকাশে ধ্বংস করে।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরাইলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।
এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
সান নিউজ/ এমএইচআর