আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডের আইন বাতিল করেছে সিয়েরা লিওনের পার্লামেন্ট। শুক্রবার (২৪ জুলাই) দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধন সংক্রান্ত এক ভোটাভুটিতে পার্লামেন্টের সদস্যরা মৃত্যুদণ্ড আইন বাতিলের পক্ষে রায় দেন।
আফ্রিকা মহাদেশের ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইন বাতিল করল সিয়েরা লিওন। দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বিলে স্বাক্ষর করলে তা চূড়ান্ত হবে। সিয়েরা লিওনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এ ব্যাপারে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো টুইটারে বলেন, আজ আমি দেশ থেকে স্থায়ীভাবে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত করার সরকারের একটি প্রতিজ্ঞা পূরণ করেছি। আমি দেশের নাগরিক, পার্লামেন্টের সদস্য, উন্নয়ন সহযোগী ও অধিকার কর্মীদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সঙ্গে অটলভাবে থেকে এ কাজে সাহায্য করেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের অন্তত ১০৮ টি দেশে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়েছে। এছাড়া ১৪৪ টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয় না।
সান নিউজ/ এমএইচআর