আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছে চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি গুদামে। এতে আহত হয়েছে আরও ১২ জন। শনিবার (২৪ জুলাই) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, বিভিন্ন ধরনের রসদ সরঞ্জামের ওই গুদাম উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে অবস্থিত। গুদামটিতে শনিবার (২৪ জুলাই) দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চীনে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। দেশটিতে নির্মাণের নীতিমালা লঙ্ঘন এবং অনুমোদনবিহীন ভবন নির্মাণের কারণে প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত জুনে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি মার্শাল আর্টস স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশিরভাগই ওই স্কুলের শিশু শিক্ষার্থী।
সান নিউজ/ এমএইচআর