আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ কেনিয়ায় টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজন ‘সম্ভাব্য বিপজ্জনক’ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বন্যায় দেশটির আট হাজার একর জমির ফসল ভেসে গেছে এবং প্লাবিত হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা।
প্রবল বৃষ্টিপাতে প্রতিবেশী উগান্ডার লেক ভিক্টোরিয়াতে পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী কয়েক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া দপ্তর। দেশটির পশ্চিমাঞ্চলে নদীর পানি তীরবর্তী এলাকাগুলো প্লাবিত করেছে।
সান নিউজ/ আরএইচ