আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। শুক্রবার (২৩ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৫ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে এক হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৩৪ জনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৩৯ জনের।
এছাড়া পাকিস্তানে এখন পর্যন্ত মহামারি থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। বর্তমানে সক্রিয় রোগী হিসেবে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৬২৩ জন।
সান নিউজ/ এমএইচআর