আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট সাময়িক অচল হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সাইটগুলোতে একাধিকবার ঢোকার চেষ্টা করা হলেও সার্ভার ডাউন থাকায় তা সম্ভব হয়নি। এতে বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। যদিও পরে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো সচল হয়।
বিবিসি জানায়, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং দ্য প্লে স্টেশনের মতো সাইটগুলোতে এদিন প্রবেশে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ডোমেইন সংযোগ প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই।
তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও এরইমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
যদিও পরে ইউরোপের কয়েকটি দেশে পুনরায় সেবা পাওয়া গেলেও এশিয়ার বেশ কিছু অঞ্চলে এখনও সমস্যার সমাধান হয়নি। অচল হওয়া সাইটগুলোর সবাই ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠান আকামাইয়ের গ্রাহক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আকামাইয়ের 'ডোমেইন নেম সিস্টেম' বা 'ডিএনএস' এ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সংশ্লিষ্ট অ্যাপগুলো সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল বলে এই বিপত্তি ঘটেছে।
সান নিউজ/এফএআর