আন্তর্জাতিক ডেস্ক: লাখ টাকার ক্ষেত খায় এক টাকার ছাগলে বাংলায় একটি প্রবাদ সবার মুখে মুখে। সেই ছাগলের দাম যে এক কোটি হয়ে যাবে সেটি হয়তো কেউ চিন্তা করেনি। চিন্তা না করলেই কি, সময় তো আর বসে থাকে না। দামও বসে থাকেনি। এক ছাগলের দাম এক কোটিতে গিয়ে ঠেকেছে। হয়তো আগামীতে আরও বাড়বে।
তবে এখন যে ছাগলের একটি টাকা হাঁকা হচ্ছে তা ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলায়। ঈদুল আজহায় একটি ছাগলের দাম কোটি টাকা হেঁকেছেন এক বিক্রেতা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এ খবর জানা যায়।
নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ছাগলটির জন্য ৫১ লাখ রুপি পর্যন্ত দিতে রাজি ছিলেন ক্রেতা। তাতেও ছাগটি বিক্রি করেননি ওই বিক্রেতা। ছাগল বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তিনি।
কেন এই ছাগলের এত দাম? জানা গেছে, জন্ম থেকেই কিছু চিহ্ন রয়েছে তার শরীরে। আরবি ভাষায় ‘আল্লাহ’ লিখলে যেমন দেখতে লাগে, তেমনই সেই চিহ্ন গুলি। সেই কারণেই তার এত দাম। ঈদুল আজহা উপলক্ষে ভারতের আজমির থেকে মহারাষ্ট্রে এসেছিলেন গোপালরাও সোহেল ও তাঁর ছেলে কপিল। সঙ্গে এনেছিলেন টাইগার নামের ছাগলটিকে। ১ কোটি ৭৮৬ রুপিতে টাইগারকে বিক্রি করতে চেয়েছিলেন তাঁরা। যার বাংলাদেশি মূল্য হলো এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার বেশি।
গোপালরাও জানান, প্রথমে তিনি টাইগারের গুরুত্ব বুঝতে পারেননি। পরে একজন ইমামের কাছ থেকে নাকি এর বিশেষত্ব জানতে পারেন। তখনই ঠিক করেছিলেন উপযুক্ত দাম পেলে তবেই টাইগারকে হাতছাড়া করবেন। টাইগার ছাড়া আরও ৩০ ছাগল বিক্রির জন্য মহারাষ্ট্রে এনেছিলেন গোপালরাও। সেগুলো ১৫ হাজার রুপি করে বিক্রি করেছেন।
সান নিউজ/এফএআর