ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ওলগা লুইবিমোভাও । বুধবার (৬ মে) রাশিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রাথমিক পর্যায়েই মন্ত্রীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তবে বড় কোনও ঝুঁকি নেই। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি না করে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ওলগা লুইবিমোভাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়।
এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনা আক্রান্ত হলেন। গত সপ্তাহে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মৃত্যু বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৫৯ জন। আজ এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।