আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের ওয়াহালিয়া মার্কেটে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) হামলার এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে থাকার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।
এদিকে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সান নিউজ/এফএআর