আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ভারতে। কমছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১৮ জুলাই) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ৪৯৯ জন।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন। মারা গেছেন মোট ৪ লাখ ১৪ হাজার ১৪৪ জন। বর্তামানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬৩২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত টানা ২৮ দিন ধরে ভারতে করোনা শনাক্তের শতকরা হার ৫ শতাংশের নিচে। বর্তমানে এই হার ১ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে, এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা দিন দিন বাড়ছে। শতকরা হিসেবে বর্তমানে এই হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।
সান নিউজ/ এমএইচআর