সাননিউজ ডেস্ক: আর্জেন্টিনায় এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫ মিলিয়ন জনসংখ্যার লিওনেল মেসির দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫০ জন।খবর এএফপির।
গত কয়েক সপ্তাহ ধরে আর্জেন্টিনার টিকা কর্মসূচিতে অগ্রগতির কারণে নতুন সংক্রমণের হার কমলেও ৪৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
এছাড়া ৫ হাজারের বেশি মানুষ কোভিডের লক্ষণ নিয়ে নিবিড় পরিচর্যায় রয়েছেন। আইসিইউয়ে প্রাপ্তবস্কদের বিছানার ৬২ শতাংশের বেশি এখন রোগীর দখলে।
এপ্রিলে আর্জেন্টিনায় ভাইরাস সংক্রমণ শীর্ষে থাকায় আইসিইউ-এর ৮০ শতাংশের বেশি শয্যা ব্যবহৃত হয়। কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ২৬ লাখের বেশি লোক কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন পেয়েছেন। যাদের ৫১ লাখ পুরোপুরি টিকা পেয়েছেন। বয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি ও মোট জনসংখ্যার ৪৫ শতাংশ কমপক্ষে টিকার এক ডোজ পেয়েছেন।
সাননিউজ/এমআর