আন্তর্জাতিক ডেস্ক:
মরণঘাতী করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের আদালতের কার্যক্রমও বন্ধ ছিল।
সোমবার (০৪ মে) করোনার কারণেই দেশটির সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক শুনানি শুরু করেছে টেলিকনফারেন্সে সরাসরি সম্প্রচারের মাধ্যমে।
নয় বিচারকের কণ্ঠ শোনা গেছে সি-স্প্যান নামের চ্যানেলে। যার ফলে সাধারণ মানুষও প্রথমবারের মতো শুনতে পান বিচারিক কার্যক্রম।
বিচারকরা কাজে ফিরলেও করোনার কারণে আদালতের কার্যক্রমে পরিবর্তন এসেছে। এতে আদালতের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
সান নিউজ/আরএইচ