আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রণতরীতে আক্রমণ করেছে মহামারি করোনা ভাইরাস। নৌ বাহিনীর বিমানবাহী রণতরী ‘এইচএমএস কুইন এলিজাবেথ’-এর অন্তত ১০০ নাবিক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
নৌ বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করার পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কিছু সংখ্যক নাবিকের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এতে তাদের কাজ এবং মিশনে কোনো প্রভাব পড়বে না।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে। ওই গ্রুপের নেতৃত্বে রয়েছে এইচএমএস কুইন এলিজাবেথ। গ্রুপটিতে ৩২টি রণতরী, ৯টি জাহাজ এবং ৩ হাজার ৭০০ নৌ সদস্য মোতায়েন রয়েছে।
সান নিউজ/ এমএইচআর