আন্তর্জাতিক ডেস্ক: সাও পাওলোর একটি হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ভর্তি করা হয়েছে। টানা দশ দিন ধরে হেঁচকি উঠছিল তার। অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে পরে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবণতি হলে তার অস্ত্রপ্রচারও করা হতে পারে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলসোনারো। সে সময় গুরুতর আহত হয়েছিলেন এবং বেশ কয়েকটি অস্ত্রপ্রচার হয়েছিল শরীরে। চিকিৎসকেরা জানিয়েছেন হেঁচকি ওঠার সাথে সার্জারির কোন সম্পর্ক থাকতে পারে।
এমনিতেই করোনা পরিস্থিত মোকাবিলায় ব্যর্থতার জেরে বেশ চাপের মুখে আছেন ৬৬ বছর বয়সি এই প্রেসিডেন্ট। মহামারি শুরুর পর থেকে উদ্ভট সব কাজের জন্য খবরের শিরোনাম হয়েছেন তিনি।
সান নিউজ/এমএম