আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৯৫ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৪৮৭ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৮৬০ জন।
করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৬৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৮৩৮ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৩০০ জন।
এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ১২ হাজার ১৯ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। এ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৩৬ হাজার ৪৯৩ জন।
সান নিউজ/এনএম