আন্তর্জাতিক ডেস্ক : চীনে হোটেল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। ধ্বংস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় জনকে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। ধসে পড়া ভবনটি ৩০ বছরের পুরোনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।
চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে ২৯ জন মারা গিয়েছিলেন। সেই হোটেলের তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল। এছাড়া গত মাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান।
নির্মাণের মান যথাযথভাবে অনুসরণ না করা এবং দুর্নীতির কারনে চীনে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে।
এদিকে চিয়াংসু প্রদেশের সরকার বলেছে একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।
সান নিউজ/ এমএইচআর