আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শহরগুলোতে লড়াইয়ে জড়িয়ে পড়তে চায় না তালেবান। মঙ্গলবার (১৩ জুলাই) তালেবানের মুখপাত্র আমির খান মুত্তাকি এক টুইট বার্তায় বলেছেন, বর্তমানে লড়াই পার্বত্য ও মরু অঞ্চল থেকে শহরগুলোর দ্বারপ্রান্তে পৌঁছেছে। তালেবানের যোদ্ধারা শহরের ভেতরে লড়াই করতে চান না।
তিনি আরও বলেছেন, শহরগুলোর ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে যেকোনো চ্যানেল ব্যবহার করে আমাদের পরিচালনা কমিশনের সঙ্গে যোগাযোগ করাই উত্তম।
পৃথক এক বিবৃতিতে আফগান এই সশস্ত্র গোষ্ঠী বলেছে, মার্কিন সৈন্যরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দিতে তুরস্কের নেওয়া সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়।
সান নিউজ/ এমএইচআর