আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া' রাশিয়ার কোভিড-১৯ টিকা স্পুটনিক-৫ উৎপাদন করবে। আগামী সেপ্টেম্বরে শুরু হবে টিকা উৎপাদন কার্যক্রম।
সোমবার (১২ জুলাই) ‘আরডিআইএফ’ বলেছে, বছরে ৩০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যে সেপ্টেম্বর থেকে সেরাম স্পুটনিক টিকার উৎপাদন শুরু করবে।
‘কারিগরি স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে গামালেয়া সেন্টার থেকে সেরাম ইতোমধ্যে সেল ও ভেক্টর স্যাম্পল পেয়েছে। ড্রাগ কন্টোলার জেনারেল অব ইন্ডিয়ার পক্ষ থেকে আমদানির অনুমোদনের পর এই প্রক্রিয়া শুরু হয়েছে।’
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়াল জানিয়েছেন, ‘স্পুটনিক টিকা তৈরিতে আরডিআইএফের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আশা করি পরবর্তী মাসগুলোতে কয়েক মিলিয়ন ডোজ প্রস্তুত করবো।’
সান নিউজ/ এমএইচআর