আন্তর্জাতিক : আফগান পুলিশের হাতে নিহত হয়েছেন তালেবান গোয়েন্দা প্রধান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তালেবান গোয়েন্দা প্রধান কারি শাকাসি-কে সোমবার (১২ জুলাই) ভোররাতে লগার প্রদেশে হত্যা করা হয়। তার জিহাদি নাম ছিল ‘জালালি’।
বিবৃতিতে বলা হয়েছে, লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। এ সময় জালালির দু’জন সহযোগীকে আটক এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।
বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে।
সান নিউজ/ এমএইচআর