ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে দিনদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। ভারতে গতকাল শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩২ জন। আজ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৭৬ জনে। গতকাল মারে গেছে ১৭৫ জন। যা একদিনে সর্বোচ্চ।
আজ (০৫ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগে একদিনের ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল ২ হাজার ৬৪৪ জন। গতকাল এই রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। এ দিন প্রায় ৪ হাজার রোগী শনাক্ত হয়েছেন।
করোনার বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী কয়েক ধাপে তা বাড়ানো হয়। তবে এরই মধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃতের খবর এলো।
ভারতের করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৫৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজার ৮৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯১ হাজার ৯৪৬ জনের।