আন্তর্জাতিক : সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার (১১ জুলাই) এক ডিক্রি জারির মাধ্যমে এ আদেশ দেন তিনি।
বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পরেই এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি তিনি।
জানা গেছে, সিরিয়ার প্রধান খাদ্য রুটির দাম বাড়ার পাশাপাশি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেলের দাম বেড়েছে ১৮০ শতাংশ।
জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, সিরিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্য সংকটের মধ্যে রয়েছে ৬০ শতাংশের বেশি মানুষ। সিরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সঙ্কট চলছে এখন।
সান নিউজ/ এমএইচআর