আন্তর্জাতিক ডেস্ক : বসবাসের জন্য কোপেনহেগেনের উপকূলে বিশালাকৃতির কৃত্রিম দ্বীপ তৈরি করতে যাচ্ছে ডেনমার্ক। দ্বীপটিতে ৩৫ হাজার মানুষ বসবাস করবে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে দেশটির সংসদ দ্বীপ তৈরির প্রকল্প অনুমোদনও করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে ঝুঁকিতে থাকা কোপেনহেগেন বন্দরকে সুরক্ষা দেয়ার জন দ্বীপটি তৈরি করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে লিনেটহোম।
চলতি বছরের শেষে প্রকল্পটির কাজ শুরু হবে। একটি রিং রোড, সুড়ঙ্গপথ ও মেট্রো লাইন দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে এই দ্বীপকে যুক্ত করা হবে।
দ্বীপটির আয়তন হবে ৪০০টি ফুটবল মাঠের সমান। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে শুধু বদ্বীপ এলাকাটি গড়ে তুলতেই প্রয়োজন হবে আট কোটি টন মাটি।
লিনেটহোম দ্বীপকে ঘিরে একটি বেড়িবাঁধ তৈরির পরিকল্পনা করা হয়েছে যে বাঁধ বন্দরকে ডুবে যাওয়ার ঝুঁকি এবং জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। নির্মাণকাজ পরিকল্পনা মাফিক এগোলে উপকূলে এই দ্বীপ তৈরির জন্য ভিত্তি বসানোর বেশিরভাগ কাজ ২০৩৫ সালের মধ্যে শেষ হবে এবং পুরো দ্বীপটি তৈরির কাজ সম্পূর্ণ হবে ২০৭০ সালে।
সান নিউজ/এনএম