আন্তর্জাতিক : প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ-এর সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করেছে হাইতির পুলিশ। হত্যাকাণ্ডের মূলহোতা একজন হাইতিয়ান চিকিৎসক। রোববার (১১ জুলাই) রাতে হাইতির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৭ জুলাই নিজবাড়িতে হত্যার শিকার হন প্রেসিডেন্ট ময়িজ। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। আর এ হত্যা মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক।
আহত ফার্স্টলেডিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তার ভাষ্যমতে, হামলাকারীরা ঘরে ঢুকেই ময়িজকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, এসময় তাকে একটি কথা বলারও সুযোগ দেয়া হয়নি।
হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন, এই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রাইভেট প্লেনে করে হাইতি ঢুকেছিল। তার প্রাথমিক পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ময়িজকে গ্রেফতার করা। কিন্তু মিশন পরে বদলে দেয়া হয়। যার ফলাফল এই হত্যাকাণ্ড।
সান নিউজ/ এমএইচআর