আন্তর্জাতিক : একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে রাশিয়ায়। শনিবার (১০ জুলাই) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৭৫২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, শনিবার রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭৫২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুবরণ করলেন এক লাখ ৪২ হাজার ২৫৩ জন।
রাশিয়ার করোনাভাইরাস টাস্ক ফোর্স সূত্রে জানা যায়, একই দিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র মস্কোতেই সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জনে।
করোনায় সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পেলেও ভ্যাকসিনের ওপর আস্থা নেই অনেক রুশ নাগরিকের। রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ৮২ লাখ মানুষকে এখন পর্যন্ত করোনা টিকার আওতায় আনা হয়েছে।
সান নিউজ/ এমএইচআর