আন্তর্জাতিক : মিয়ানমারকে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দিবে রাশিয়া। শনিবার (১০ জুলাই) মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিং অং হ্লেইং এ তথ্য নিশ্চিত করেন।
জেনারেল হ্লেইং জানান, মিয়ানমারে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারনে ভ্যাকসিন দিয়ে আমাদের সহায়তা করার কথা জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা।
মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত মিওয়াদ্দি টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) মিয়ানমারে আরও ৪ হাজার ৩২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টানা দ্বিতীয় দিন দেশটিতে এই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দেশটিতে মারা যায় ৬৩ জন।
সান নিউজ/ এমএইচআর