আন্তর্জাতিক : আফ্রিকার বতসোয়ানার খনিতে মিললো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। গত ১ জুন এই খনি থেকেই একটি ১ হাজার ৯৮ ক্যারেটের হীরা পাওয়া গিয়েছিল। ১২ জুন পাওয়া গেলো ১ হাজার ১৭৪ ক্যারেটের আরো একটি হীরা। কানাডার ডায়মন্ড সংস্থা লুকারা ডায়মন্ড খননকার্য চালিয়ে এই হীরা পেয়েছে।
এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা ছিল লেসেডি লা রোনা। সেটির ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারেট। সেটিও বতসোয়ানার খনি থেকে আবিষ্কার করেছিল লুকারা। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হীরা। এই হীরাটি ৩ হাজার ১০৬ ক্যারেটের। হীরাটির নাম ‘কুলিনান’।
উল্লেখ্য, বতসোয়ানায় সবচেয়ে বেশি মূল্যবান পাথর পাওয়া যায়। আফ্রিকার দেশগুলোর মধ্যে হীরা উৎপাদনের দিক দিয়েও বতসোয়ানাই এগিয়ে।
সান নিউজ/ এমএইচআর