আন্তর্জাতিক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মানাডোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন ভূ-গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের বিবৃতিতে বলা হয়েছে- ভূমিকম্পটির উৎপত্তিস্থল মানাডো শহরের কাছে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় সুনামি বা জলোচ্ছাসের কোনো সম্ভাবনা আপাতত নেই।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় মাঝারি বা বড় ধরণের ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ঘন ঘন স্থানচ্যুতির কারনে এই এলাকার নামকরণ করা হয়েছে ‘রিং অব ফায়ার’। জাপান থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসগারের উপকূলবর্তী দক্ষিণপূর্ব এশিয়ার এলাকাসমূহ এই ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়েছে।
সান নিউজ/ এমএইচআর