আন্তর্জাতিক

করোনার নতুন ভ্যারিয়েন্ট 'কাপ্পা'

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত পুরো বিশ্ব। এতে কিছুদিন পর পর যুক্ত হচ্ছে নতুন নতুন ভ্যারিয়েন্ট। এবার ‘কাপ্পা’ নামের আরও এক নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ভারতের উত্তর প্রদেশে নতুন এই ভ্যারিয়েন্ট দেখা গেছে। ইতোমধ্যে দুজনের নমুনায় এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। কোভিডের এই প্রজাতির খোঁজ মেলায় ফের আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ভারতে কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল ২০২০ সালের অক্টোবার মাসে। আর চলতি বছরের মে মাসে ভ্যারিয়েন্টটির নাম দেয় সংস্থাটি। বি.১.৬১৭.২ কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা। ডেলটার মতোই কাপ্পাতেও দুটি মিউটেশন হয়েছে, ইই৪৮৪কিউ এবং এল৪৫২আর।

জানা যায়, লখনৌয়ের কিং জর্জ মেডিকেল কলেজে আক্রান্ত রোগীর দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। আক্রান্তের দেহের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে এই তথ্য পাওয়া গেছে। ১০৯ জনের নমুনার মধ্যে দুটিতে কাপ্পা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। আর বাকি ১০৭টি নমুনায় ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কাপ্পা একটি ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উত্তর প্রদেশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে এই দুই প্রজাতিই নতুন নয়। রাজ্যে নমুনার জিনোম সিকোয়েন্সের সংখ্যা অনেক বেড়েছে। এর আগেও উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। কোনো আতঙ্ক না ছড়িয়ে এর চিকিৎসা সম্ভব।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা