আন্তর্জাতিক : ফিলিস্তিনিদের উপর আবারো হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (৯ জুলাই) নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে আকাশ থেকে টিয়ার শেল ছুড়েছে তেল আবিব। এতে অন্তত ৩৭৯ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।
জানা গেছে, পশ্চিমতীরের বেইতা শহরে ফিলিস্তিনিরা টায়ার জ্বালিয়ে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন এবং ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুঁড়তে থাকেন। ইসরায়েলি বাহিনী মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এই গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন ফিলিস্তিনি।
সান নিউজ/ এমএইচআর