আন্তর্জাতিক

বাঁচতে কাঁধে উঠলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: মৎস্যজীবীদের নানা সমস্যা। এইসব দুর্দশা দেখতে এসেছিলেন মন্ত্রী। কিন্তু পথে ঘটলো বিপত্তি। রাস্তা অনেক কাদা। কাদা বাঁচাতে একপর্যায়ে তাদেরই কাঁধে চেপে বসলেন তিনি। তাতে কাদা এড়ানো গেছে ঠিকই তবে সমালোচনা ঠেকানো যায়নি। মৎস্যজীবীদের কাঁধে চেপে মন্ত্রীর পাড়ে ওঠার ছবি দেখে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। অভিযুক্ত ওই মন্ত্রীর নাম অনিতা আর রাধাকৃষ্ণণ। তিনি তামিলনাড়ু রাজ্যের মৎস্য মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনিতা আর রাধাকৃষ্ণণ। তবে নিজে থেকে সেখানে যাননি। তাদেরই জানানো অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রী সেখানে গিয়েছিলেন।

মৎস্যজীবীরা জানিয়েছিলেন- উপকূলের দ্রুত ক্ষয় হচ্ছে। নৌকায় উপকূলীয় এলাকা ঘুরে দেখার পরই সমস্যায় পড়েন মন্ত্রী। নদীর তীর থেকে কিছুটা দূরে পানিতে দাঁড়িয়েছিল নৌকা। মন্ত্রীর পায়ে যাতে কাদা না লাগে তাই তাকে কাঁধে তুলে নিয়ে তীরে পৌঁছে দেন মৎস্যজীবীরা।

ধবধবে সাদা পোশাকের সঙ্গে রং মিলিয়ে পায়ে সাদা স্নিকার্স পরে মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখা যায়- নৌকা থেকে নেমে পানির মধ্যে রাখা উঁচু চেয়ারে বসতে। সেখান থেকে তাকে কাঁধে করে তীরে নিয়ে আসেন মৎস্যজীবীরা।

এই বিষয়ে অনিতা বলেন, ‘মৎস্যজীবীরাই অতি উৎসাহী হয়ে আমাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসেন। কেউ কেউ জড়িয়ে ধরে আদরও করছিলেন। তাদের এই ভালবাসা দেখে আমি আর আটকাইনি।’

দৃশ্যটি দেখে মন্ত্রীর মনোভাব নিয়ে প্রশ্ন তুলে অনলাইনে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন অনেকেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা