আন্তর্জাতিক : বন থেকে পশু-পাখি ধরে এনে চিড়িখানায় আটকে রাখার পরিবর্তে চিড়িয়াখানা থেকেই মুক্ত করা হচ্ছে এক দল হাতিকে। ইংল্যান্ডের কেন্টের হাউলেটস ওয়াইল্ড অ্যানিমাল পার্কের ১৩টি হাতির এক দলকে কেনিয়ার জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিশ্বে এমন ঘটনা এবারই প্রথম।
প্রাণী সংরক্ষণ সংগঠন এসপিনাল ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ১৩টি হাতির মধ্যে ১২টির জন্ম কেন্টে। বাকি হাতিটির জন্ম ইসরাইলে। ওই ১৩ হাতির কোনোটিই বন্য পরিবেশে বাস করেনি।
বন্য প্রাণীদের কৃত্রিমতার বাইরে নিজস্ব পরিবেশে বেড়ে ওঠানোর জন্যই তাদের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কখনো জঙ্গল না থাকলেও হাতিগুলো বন্য পরিবেশে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।
সান নিউজ/ এমএইচআর