আন্তর্জাতিক : কানাডায় অচিহ্নিত কবর শনাক্তের পর এবার মধ্যযুগের হাজার হাজার মুসলিম কবরের সন্ধান পাওয়া গেছে সুদানের পূর্বাঞ্চলে। একটি কবরের চারদিকে ছোট ছোট গুচ্ছ আকারে সাজানো কবর অনেকটা নক্ষত্রপুঞ্জের মতো সাজানো। একদল প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমনটাই বলেছেন।
প্রতিবেদনের মূল লেখক ইতালির ইউনিভার্সিটি অফ নেপলসের প্রত্নতত্ত্ব বিভাগের ডক্টোরাল শিক্ষার্থী স্টেফানো কসতানজো বলেন, কবরগুলো কবে কার, তা জানতে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ স্তম্ভগুলোর কোনো প্রত্নতাত্ত্বিক ডেটা প্রায় নেই বললেই চলে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, কাসালা অঞ্চলে বেজা সম্প্রদায়ের মানুষের বাস। এদের অনেকে এখনও যাযাবর জীবনযাপন করেন। গবেষক দল জানান, লোকাল গুচ্ছগুলো খুব সম্ভবত বেজা সম্প্রদায়ের মানুষের। কেন্দ্রীয় বা মূল স্তম্ভের সুনির্দিষ্ট অবস্থান জানতে আরো গবেষণার দরকার। মূল স্তম্ভে কাদের কবর দেয়া হয়েছে এবং কেনো তারা বিশেষ, এসব জানতে গভীর অনুসন্ধানের প্রয়োজন।
সান নিউজ/ এমএইচআর