আন্তর্জাতিক : অভিজ্ঞ রাঁধুনীর মতো পিৎজা তৈরি, প্যাকিং ও ক্রেতার হাতে তুলে দেওয়ার সমস্ত কাজ করছে রোবট।
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সম্প্রতি প্যারিসের একটি রেস্তোরাঁয় পিৎজা বানানোর জন্য কাজে লাগানো হয়েছে এক রোবটকে। পিৎজা অর্ডার করার পর ক্রেতার সামনেই ঝটপট পিৎজা বানাচ্ছে রোবট। এটি ঘণ্টায় ৮০টা পিৎজা বানাতে সক্ষম।
রোবটটির নির্মাতা সেবাস্তিয়ান রোভারসো জানান, খুব দ্রুত প্রক্রিয়ায় পিৎজা তৈরি হয়। সময় নিয়ন্ত্রণের পাশাপাশি গুণমানও নিশ্চিত করে পিৎজা তৈরি করে রোবট।
বিশ্বজুড়ে করোনার সংকটময় সময়ে রেস্টুরেন্ট মালিকরা মজুরি দিতে না পেরে কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে। আর তাই শ্রমিক সংকট মোকাবেলায় এই রাঁধুনী রোবট রেস্টুরেন্ট মালিকদের আশার আলো দেখাবে বলে আশা করা হচ্ছে।
সান নিউজ/ এমএইচআর