আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে গুলি করে হত্যা ও দুইজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনার পর দেশটিতে শান্তি বজায় রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) নিজের বাসায় সন্ত্রাসী হামলায় নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল মোইসি। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেফতার করা হবে।
এরআগে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা বুধবার ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট–অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। এ সময় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মইসি নিহত হন। আহত হন তার স্ত্রী।
হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলার পরপরই দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মোইসিকে হত্যার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন ক্লদ।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন জোভেনেল মইসি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।
সান নিউজ/এফএআর