আন্তর্জাতিক : পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আসামের গোয়ালপাড়া। ভারতের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তবে ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, সিলেটসহ বেশ কয়েকটি জেলা। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
সান নিউজ/ এমএইচআর