আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বন্দুক সহিংসতা থেকে রক্ষা পেতে গভর্নর অ্যান্ড্রু কুমো এ ঘোষণা দেন।
মঙ্গলবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু কুমো বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্দুক সহিংসতাকে জনস্বাস্থ্যের জন্য মহামারি হিসেবে বিবেচনা করে মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি বলেন, নিউইয়র্কের সীমান্তে আগ্নেয়াস্ত্র আটকে দেয়ার জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। জরুরি অবস্থা জারির ফলে অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আগ্নেয়াস্ত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কই প্রথম অঙ্গরাজ্যে, যেখানে বন্দুক সহিংসতার বিপর্যয় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হলো।
সান নিউজ/এফএআর