আন্তর্জাতিক : ইরানের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক নিহত। আহত হয়েছেন আরও ৪ জন।
রয়টার্স-এর তথ্য অনুযায়ী জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই) ইরানের পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশে ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি পরিচালিত একটি তেল পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন নিহত ও চারজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায় নি।
মাঝে মাঝেই ইরানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এমন দুর্ঘটনা ঘটে থাকে। ইসরায়েলে সঙ্গে দেশটির দীর্ঘদিনের শত্রুতা বিদ্যমান। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের।
সান নিউজ/ এমএইচআর