আন্তর্জাতিক ডেস্ক:
এবার কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাণীজ উৎস নিয়ে চীনের সঙ্গে তদন্তে অংশ নিতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তবে এ ক্ষেত্রে চীন সরকারের পক্ষ থেকে সংস্থাটিকে আমন্ত্রণ জানাতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংস্থাটি আশা করছে যে করোনা ভাইরাসের প্রাণীজ উৎস তদন্ত করতে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমন্ত্রণ জানাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিক সংবাদ সংস্থা এএফপি কে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থ্যাটি (ডব্লিউএইচও)।
করোনা ভাইরাসের প্রাণীজ উৎস সম্পর্কে তদন্তে চীন সরকারের আমন্ত্রণে অংশগ্রহণ করতে চায় ডব্লিউএইচও। সুত্র: আল জাজিরা।
সান নিউজ/সালি