আন্তর্জাতিক : মদের বোতল দিয়ে ভাঙচুর চালানো হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়া সোফিয়া (ওয়েস্টারমস্কি) মসজিদে। রোববার (৪ জুলাই) রাতে মসজিদের জানালা ভাঙচুর করা হয়। গত বছরের শেষের দিকেও ওই মসজিদে হামলা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মসজিদটি হামলার শিকার হলো।
স্থানীয় বিভিন্ন মসজিদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ন্যাশনাল ভিশন ফেডারেশন বলছে, ফেডারেশনের কার্যালয় সংলগ্ন মসজিদটির জানালাগুলো মদের বোতল দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
এ ধরনের বর্ণবাদী আক্রমণের বিরোধিতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে দেশটির নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল ভিশন ফেডারেশন।
মসজিদে হামলার ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, আক্রমণকারী গ্রেফতার হলেই তারা একটি সম্প্রদায় হিসেবে নিরাপদ বোধ করবেন।
সান নিউজ/ এমএইচআর