আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই তিন দিনে ৪৫০টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ১৫০ জন হতাহত হয়।
সোমবার (৫জুলাই) এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিউ ইয়র্কে ২১টি বন্দুকযুদ্ধের ঘটনায় ২৬ জন আহত হয়েছে। অবশ্য গত বছর একই সময় এই রাজ্যটিতে ২৫ বন্দুকযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছিল। শিকাগোতে রোববার পর্যন্ত ৯২ জন গুলিবিদ্ধ হয়েছে, যাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিকাগোর পুলিশ কমান্ডার ও এক জন সার্জেন্ট রয়েছে।
টেক্সাসের ফোর্ট ওর্থে একটি গাড়ি ধোয়া নিয়ে বিতণ্ডার জের ধরে এক ব্যক্তি নির্বিচারে গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছে আট জন। পৃথক গুলিবর্ষণের ঘটনায় এখানে নিহত হয়েছে ৬১ বছরের এক বৃদ্ধ। ভার্জিনিয়ার নরফকে শুক্রবার ১৫ বছরের এক কিশোরের গুলিতে নিহত হয়েছে চার বছরের এক শিশু।
ডালাসে রোববার নির্বিচারে গুলিবর্ষণে চার জন নিহত ও এক জন আহত হয়েছে। একই দিন একটি অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে আরও তিন জন। ওহাইওতে রোববার রাতে একটি ব্লক পার্টিতে এক জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
সাননিউজ/এএসএম